দেশমাতার সেবায় ভারতীয় সেনাদের পাশাপাশি ডাক্তারদের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রসঙ্গে দেশাত্মবোধক নাটক “লক্ষ্য” | শান্তিনিকেতন সেবা নিকেতন নার্সিং হোমের বিশেষ উদ্যোগে আয়োজিত ভারতের 73 তম স্বাধীনতা দিবস উদযাপন প্রাক্কালে স্বাধীন ট্রাস্টের সাংস্কৃতিক মঞ্চে মঞ্চস্থ হল একটি বিশেষ দেশাত্মবোধক নাটক | একজন ভারতীয় সেনা যেভাবে দেশমাতার রক্ষার্থে নিজেদের প্রাণের ঝুঁকি নিন এবং বলিদান দেন, সেরকমই আহত সৈনিকদের পুনরায় জীবিত করে ডাক্তারাও দেশমাতার সেবায় নিজেদের নিয়োজিত করেন | মূলত একজন লক্ষ্যভ্রষ্ট শিক্ষার্থী কিভাবে নানা ঘাত-প্রতিঘাতের মাধ্যমে নিজের লক্ষ্যে পৌঁছে যায় সেটাই এই নাটকের মূল বক্তব্য সেই সঙ্গে যে সমস্ত ডাক্তাররা সেনাদের সুচিকিৎসা প্রদানের মাধ্যমে দেশকে সুরক্ষিত তথা সুস্থ রাখে সে দিকে লক্ষ্য রেখে এই নাটকের অবতারণা | স্বাধীন ট্রাস্টের শিক্ষার্থী দ্বারা স্বাধীনতা দিবসে মঞ্চস্থ হল এই বিশেষ নাটক | এই নাটকের মাধ্যমে বর্তমান প্রজন্ম অনেকটাই উদ্বুদ্ধ ও উৎসাহী হবে বলে সকলেই মনে করেন | বন্দে মাতারাম | জয় হিন্দ |